পূর্ব মেদিনীপুর-পাঁশকুড়া, নিজস্ব সংবাদদাতা :- কেউ তিন পুরুষ কেউবা ৬০ বছরের অধিক সময় ধরে ব্যবসা-বাণিজ্য করছেন পেটের তাগিদে। পাঁশকুড়া শহরের রাস্তার ধারেই দীর্ঘদিন ধরে তারা দোকান পাট করে ব্যবসা-বাণিজ্য করছেন। কিন্তু আজ হঠাৎ এই ব্যবসায়ীদের মধ্যে বারো জন ব্যবসায়ীকে উচ্ছেদের কথা জানানো হয়, তাঁর প্রতিবাদে পাঁশকুড়া শহরের সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে বিক্ষোভ সামিল হয়।
রাস্তার পাশে ফুটপাতে থাকা ব্যবসায়ী দোকানদের উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে দুপুর থেকে সমস্ত দোকান পাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের মধ্যে বারো জন ব্যবসায়ীকে উচ্ছেদের কথা জানানো হয়, তাঁর প্রতিবাদে পাঁশকুড়া শহরের সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে বিক্ষোভ সামিল হয়।

Leave a Reply