বটতলার যাত্রী প্রতীক্ষালয়টি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে,পত্রীক্ষালয়ের জায়গা দখল করে রাখার অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:– যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা।পাশাপাশি আরেকটি যাত্রী পত্রীক্ষালয়ের জায়গা দখল করে রাখার অভিযোগ।রোদ্র বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের।এই ছবি মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকার।স্থানীয়দের অভিযোগ,বটতলা ও লক্ষণপুরে একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে।কিন্তু বটতলার যাত্রী প্রতীক্ষালয়টি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।লক্ষণপুরের যাত্রী প্রতীক্ষালয়টি সেটি রাস্তার কাজ হওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল বলা হয়েছিল নতুন করে হবে।কিন্তু এক বছর কেটে গেলেও এখনো কোনো সেখানে প্রতীক্ষালয় করা হয়নি।সেখানকার কিছুটা জায়গা দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ।বাম আমলের তৈরি এই দুটি যাত্রী প্রতীক্ষালয়।পঞ্চায়েতে ও ব্লক প্রশাসনের কোন নজর নাই।তাই বটতলার যাত্রী প্রতীক্ষালয় একটি দ্রুত সংস্কার ও লক্ষণপুরে নতুন করে যাত্রী প্রতীক্ষালয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।

স্থানীয় বাসিন্দা নিত্যযাত্রী সাজিরুল ইসলাম বলেন,আমি কাজের জন্য প্রতিনিয়ত এই স্ট্যান্ড থেকেই গাড়ি ধরে চাঁচল যাওয়া আসা করি।যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশার কারণে রাস্তায় দাঁড়িয়ে বাস ধরতে হয়।বারবার অভিযোগ করেও কোন ফল হয়নি।

আরেক নিত্যযাত্রী ভেলি দাস বলেন,হরিশ্চন্দ্রপুর সহ একাধিক এলাকার হাটে হাটে ঘুরে যাবে ব্যবসা করি।এই বাস স্ট্যান্ড থেকেই আমাকে গাড়ি ধরতে হয়।এই বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয় এর বেহাল দসার কারণে সেখানে বসা যায় না।জঙ্গলে ভরে গিয়েছে।কোন শৌচালয় নেই।পঞ্চায়েত কোন ব্যবস্থা নেয় না।

ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক বলেন,গত বছরই এই প্রতীক্ষালয় মেরামত করা হয়েছিল আবার সংস্কারের প্রয়োজন আছে আমরা চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *