“ভারতীয় ইতিহাসে চলমানতা” বিষয়ক একটি জাতীয় সেমিনার।

রাজীব দত্ত, যাদবপুর ঃ- ২৭ জুলাই গড়িয়া সুচিন্তন সোসাইটি ফর কালচার ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কালচারাল স্টাডিজের যৌথ উদ্যোগে “ভারতীয় ইতিহাসে চলমানতা” বিষয়ক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ভবনের বিবেকানন্দ হলে। উক্ত সেমিনারে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ইতিহাসবিদ অধ্যাপক রঞ্জিত সেন বলেন “আমাদের সংস্থাটি অরাজনৈতিক,এখানে যেসব নবাগত তাদের ইতিহাস চর্চা ও গবেষণা এবং প্রবন্ধ প্রকাশের ক্ষেত্র পান না, তাদের জন্য এখানে মুক্ত দ্বার।” স্বাগত ভাষণ দেন সুচিন্তন সোসাইটির সভাপতি সভাপতি ড. সোমনাথ মন্ডল।
সেমিনারে মুখ্য বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তী।বিশ্বব্যাপী পরিবেশ সমস্যা নিয়ে তিনি তাঁর উৎকৃষ্ট গবেষণা কাজ নিয়ে প্রাঞ্জল আলোচনা করেন। সুচিন্তন সোসাইটি ফর কালচারের সম্পাদক ড. মহীতোষ গায়েন “বলেন বর্তমান সময়ে ইতিহাসের সঙ্গে পরিবেশ, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে ইতিহাস উপস্থাপন একান্ত জরুরি,আমাদের সংস্থার কাজ শুধু সেমিনারে আবদ্ধ নয়, গবেষণা গ্রন্থ, জার্নাল প্রকাশ ও সুস্থ সংস্কৃতির বিকাশে আমরা সমাজ ও সভ্যতার কাছে দায়বদ্ধ।” তিনটি পর্বে মোট ২২জন গবেষক তাদের গবেষণা নিবন্ধ প্রকাশ করেন। প্রথম পর্বে চেয়ার করেন ড.পলাশ মণ্ডল, দ্বিতীয় পর্বে চেয়ার করেন সংগঠনের ইসি সদস্য অধ্যাপক মনোজিৎ মন্ডল,কো-চেয়ার করেন যুগ্ম সম্পাদক ড. অনুপ পোল্ল্যে, তৃতীয় পর্বের সেমিনারে সঞ্চালক ছিলেন সংস্থার সেমিনার সম্পাদক ড. সমীর ঈশা। এদিনের সেমিনারে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০জন গবেষক, অধ্যাপক,শিক্ষক , সুচিন্তনের সদস্যরা অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সোসাইটির সভাপতি অধ্যাপক সোমনাথ মন্ডল ও সম্পাদক অধ্যাপক মহীতোষ গায়েন। সংস্থার সম্পাদকের লেখা ‘রবীন্দ্রনাথের প্রতি’ কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *