বাড়ির লোহার গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে চম্পট দিলে চোরের দল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- চিকিৎসার কারণে ভিন রাজ্যের পরিবারের সকলে। আর এর এই সুযোগে বাড়ির লোহার গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে চম্পট দিলে চোরের দল।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে।
গৃহকর্তা অতনু প্রামাণিক গত ছদিন আগে পিতা অতুল প্রামানিকের চিকিৎসার কারণে ব্যাঙ্গালোরে যান। এরই মাঝে, সোমবার এলাকাবাসীদের নজরে পড়ে ফাঁকা বাড়ির লোহার দরজা ভাঙ্গা। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। এলাকার মানুষজন তৎক্ষণাৎ এসে দেখেন বাড়ির ভেতরে সমস্ত ঘরের তালা ভাঙ্গা। বাড়ির আলমারি শোকেসহ লকারের তালা ভেঙে সোনার গহনা সহ নগদ টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র চুরি গেছে। খবর পেয়ে ছুটে আসেন গৃহকর্তা অতনু প্রামানিকের দুই বোন। এমন ঘটনায় এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার।
চুরির প্রসঙ্গে এলাকাবাসী ভোলা সূত্রধর বলেন

“সকালে পাড়ায় চিৎকার শুনে ছুটে এসে দেখতে পারি বন্ধুর বাড়িতে সর্বস্ব চুরি গেছে। ইতিমধ্যেই এলাকা জুড়ে হিরোইন সহ অন্যান্য নেশাখোরদের উপদ্রব বেড়েছে চুরির ঘটনার পেছনে নেশা খোর যুবকদের হাত থাকতে পারে এমনটাই দাবি তার।”

চুরি প্রসঙ্গে গৃহকর্তার দুই বোন প্রীতি প্রামাণিক ও সোনামণি প্রামাণিক বলেন “ভাই বাবার চিকিৎসার জন্য পরিবার সহ ব্যাঙ্গালোর গেছে গত 6 দিন আগে।
এরই মাঝে নগদ অর্থ সহ লক্ষাদিক টাকার চুরি হয়েছে। আমরা প্রশাসনের দারস্থ হব। এবং চুরির ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানাচ্ছি।”
স্থানীয় বাসিন্দারা এলাকা জুড়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এখন দেখার কত দিনে চুরির ঘটনার কিনারা হয়। সেদিকে চেয়ে রয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *