বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সাহারজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিশিষ্ট সমাজসেবী অজয় পারমাণবিক চারজন যক্ষা রুগীর ছয় মাসের জন্য পুষ্টিগুণ যুক্ত খাবারের যোগান দিয়ে যক্ষা নির্মূলে সমাজের ব্রতি হলেন।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  দেশ তথা রাজ্যজুড়ে যক্ষামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে একাধিক প্রয়াস লক্ষ্য করা গেছে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু তারপরও কোথাও যেন খামতি থেকে গিয়েছে যক্ষা মুক্তি করনে। সরকার পক্ষ থেকেও বারে বারে যক্ষা মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সামাজিক মানুষকে এগিয়ে আসার আহ্বান করা হয়েছে। সেই আহবানে সাড়া দিয়ে এদিন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সাহারজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিশিষ্ট সমাজসেবী অজয় পারমাণবিক চারজন যক্ষা রুগীর ছয় মাসের জন্য পুষ্টিগুণ যুক্ত খাবারের যোগান দিয়ে যক্ষা নির্মূলে সমাজের ব্রতি হলেন। এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক ব্যক্তির হাতেই ডাল শস্য, সোয়াবিন, হরলিক্স, ডিম সহ পুষ্টি গুনসম্পন্ন একটি খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। এবং তার পাশাপাশি সমাজসেবী অঙ্গীকারবদ্ধ হন সমাজের জন্য চার জন যক্ষা রোগীকে সমস্ত রকম ভাবে সাহায্য করা। এভাবেই সমাজের প্রতিটি সমাজসেবী যদি পাঁচজন করে যক্ষা রোগের দায়িত্ব নিতে থাকেন। আগামী দিনে যক্ষামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে যে ডাক দেওয়া হয়েছে তা দূর করা সম্ভব হবে বলেই দাবি করেছেন সমাজসেবী। তবে এই প্রথম নয় এর আগেও সমাজসেবী অজয় পারমাণবিক সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার সামাজিক দায়বদ্ধতা পালন করে এসেছেন। আগামী দিনেও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি বিচ্যুতি হবেন না এমনটা ও আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *