কোলাঘাট-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বহু পুরাতন শ্রী শ্রী শিব শিব কালী মন্দির, নিত্যদিন পূজো আরাধনাতে মেতে থাকেন এলাকার মানুষ পাশাপাশি মন্দিরে পুজো দিতে আসেন পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মানুষ জন, কিন্তু ওই মন্দিরের প্রাচীন ইতিহাস কি আপনারা জানেন! কথিত আছে কাঁথি এলাকায় ব্যবসায়ী সূত্রে আসেন গোষ্ঠ বিহারী দে, ছোটবেলা থেকে পুজো আরাধনাতে মেতে থাকেন তিনি, ১৯৬৪ সালে প্রতিষ্ঠা করা হয় কোলাঘাটে শ্রীশ্রী শিবকালী মন্দির, তবে কালী মন্দির হলেও বলি প্রথা নেই এই মন্দিরে, জানা গিয়েছে স্বাধীনতা সংগ্রামী ছিলেন গোষ্ঠ বিহারী দে, তিন বছর ব্রিটিশ শাসনের সময় জেল খেটে ছিলেন তিনি, তবে যাই হোক বর্তমান সময়ে সেই ইতিহাস মাথায় রেখে পূজা অর্চনা করছেন এলাকার মানুষ জন।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বহু পুরাতন শ্রী শ্রী শিব শিব কালী মন্দির, নিত্যদিন পূজো আরাধনাতে মেতে থাকেন এলাকার মানুষ।

Leave a Reply