কর্মরত তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করলো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের বাম সংগঠন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করলো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের বাম সংগঠন। বুধবার বিকালে দাঁতন দুই ব্লকের বেলদা থানার জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ি ও দাঁতন দুই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতরের সামনে বেলদা-কাঁথি রাজ্য সড়কে একটি বিক্ষোভ মিছিল করে তারা। এরপর পথসভার মাধ্যমে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা। এছাড়াও এই দিন পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের বিরুদ্ধেও প্রতিবাদে সোচ্চার হন বাম সংগঠনের নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *