জুন মালিয়া, বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে এক ফুট ফেস্টিভ্যাল ও মেলার শুভ উদ্বোধন করতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র নিন্দা জানালেন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতার আরজিকল হাসপাতালে নিন্দনীয় ঘটনার পর গতকাল রাতে যে হামলার ঘটনা ঘটে,এই ঘটনায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে, ইতিমধ্যেই ওই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি, এই পরিস্থিতির মাঝে ওই হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া, বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে এক ফুট ফেস্টিভ্যাল ও মেলার শুভ উদ্বোধন করতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র নিন্দা জানালেন তিনি, পাশাপাশি তিনি আরো জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, পাশাপাশি ধর্ষণ ও খুনের ঘটনা নিয়েও তিনি বলেন এটা অত্যন্ত নিক্কারজনিত ঘটনা, আমরাও চাই দোষীরা অবিলম্বে শাস্তি পাক, কিন্তু যাতে কোন রোগী বা রোগীর পরিবার পরিষেবা পায় সেদিকেও নজর থাকতে হবে তাই স্বাস্থ্যপরিসেবা যাতে চালু থাকে, এইদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রধান সহ একাধিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *