যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হয় ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হয় । সকালে জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষগন এবং সমস্ত কর্মচারীবৃন্দ তৎসহ তাদের পরিবার পরিজনদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু জেলা কালেক্টরেট মোড় পর্যন্ত গিয়ে পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গণে সমাপ্তি হয়। এরপর জেলা পরিষদের সভাধিপতি এবং অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) এর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা পরিষদ প্রাঙ্গণে মেদিনীপুরের বরেণ্য ব্যক্তিত্ব শহীদ প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য ও বিপ্লবী প্রভাংশু শেখর পাল এবং পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়। এই আবক্ষ মূর্তির উন্মোচন করেন জেলা শাসক খুরশিদ আলি কাদেরী। পরে এই বরেণ্য ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয় জেলা শাসক ,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, কর্মাধ্যক্ষ শান্তি টুডু, জ্যোতিপ প্রসাদ মাহাতো , নির্মল ঘোষ , শ্যামাপদ পাত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে প্রদ্যুৎ স্মৃতি হলে জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষ এবং কর্মচারীবৃন্দের পরিবার পরিজনদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *