দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সরকারি পাট্টা পাওয়া ১২টি পরিবারের বের হবার একমাত্র রাস্তাটি ঘেরা দিয়ে আটকে দিল এক পরিবার। বাধ্য হয়ে এদিন বালুরঘাট থানায় অভিযোগ জানালো ওই পরিবার গুলি।
বালুরঘাট শহর লাগোয়া হোসেনপুর এলাকার এই ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা গেছে, সম্প্রতি আদালতের নির্দেশে ওই রাস্তাটি একটি পরিবারের নিজস্ব সম্পত্তি হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু ওই রাস্তাটি সরকারি জমির পাট্টা পাওয়া ১২টি পরিবারের একমাত্র যাতায়াতের অবলম্বন। ওই রাস্তাটি এদিন আটকে দেওয়ার কারণে, অবরুদ্ধ হয়ে পড়ে ওই বারোটি পরিবার। ব্যাপক ক্ষোভ, তৈরি হয় এলাকায়.।
বের হবার একমাত্র রাস্তাটি ঘেরা দিয়ে আটকে দিল এক পরিবার, বাধ্য হয়ে এদিন বালুরঘাট থানায় অভিযোগ জানালো ওই পরিবার গুলি।

Leave a Reply