শনিবার দুপুর বারোটা থেকে মালদহের চাঁচোল সামসি ৮১ নম্বর জাতীয় সড়কের জিয়াগাছি এলাকায় পথ অবরোধ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—মহিলাদের ‘রাত দখল’-এর রাতেই পুর্ব বর্ধমানের নাদুরে আদিবাসী তরুণীর গলা কাটা দেহ উদ্ধার। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। শনিবার দুপুর বারোটা থেকে মালদহের চাঁচোল সামসি ৮১ নম্বর জাতীয় সড়কের জিয়াগাছি এলাকায় পথ অবরোধ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। রাস্তার ধারে বাঁশের ব্যারিকেট লাগিয়ে চলে তুমুল বিক্ষোভ প্রদর্শন। ঘন্টা দুয়েকের বেশি সময় ধরে চলে বিক্ষোভ, বৃক্ষ বেচেড়ে আটকে পড়ে বহু যানবাহন।

বিক্ষোভকারীদের দাবি, পূর্ব বর্ধমানের নাদূরে আমাদের আদিবাসী নার্সিং ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। একইসঙ্গে পশ্চিমবাংলার কোন মেয়েরাই এই মুহূর্তে সুরক্ষিত নয়। সর্বপ্রথম তাদের সুরক্ষা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবিতেই আজকে আমরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *