দুই বোনের জন্মদিনে বাঁকুড়ার স্নেহালয়ের ১৬ জন কুষ্ঠ রোগে আক্রান্ত ১৬ জন আবাসিককে দুপুরে পেট পুরে খাবার।

আবদুল হাই, বাঁকুড়াঃ- সমাজ জীবনে স্বাভাবিক জীবনযাত্রা থেকে এমনকি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন থেকে নির্বাচিত ১৬ জন কুষ্ঠ রোগে আক্রান্ত রোগীর আশ্রয় বাঁকুড়া জেলার স্নেহালয়ের কুষ্ঠ আশ্রমে।
এই ১৬ জন কুষ্ঠ রোগ আক্রান্ত মানুষের প্রতিদিনকার খাওয়া-দাওয়া সহ অন্যান্য খরচ খরচা চালানোর জন্য সরকারি কিম্বা সরকারি স্বেচ্ছাসেবি সংস্থা সেই রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।
জানা যায় বাঁকুড়া এক চিকিৎসক জিতেন ব্যানার্জি এই আবাসিকদের জন্য দুই বেলা খাবার পৌঁছে দেন আর এই ভাবেই আবাসিকদের চলে দিন-মাস-বছর।
যদিও আজকের দিনটা একটু অন্যরকম ভাবে কাটলো স্নেহালয়ের কুষ্ঠ আশ্রমের আবাসিকদের , সৌজন্যে বাঁকুড়ার বাসী প্রতাপ মন্ডল ও রিংকুর শীটের দুই কন্যা প্রত্যাশা মন্ডল ও প্রেরণা মন্ডলের শুভ জন্মদিন , এই দুই কন্যার জন্মদিনের স্বাভাবিক অনুষ্ঠান বাদ দিয়ে স্বল্প খরচে কোনমতে রীতিনীতি টুকু মেনে টাকা বাঁচিয়ে সেই টাকায় স্নেহালয়ের কুষ্ঠ আশ্রমের ১৬ জন কুষ্ঠ রোগে আক্রান্ত আবাসিক কে পেট পুরে খাওয়ালেন যা নিঃসন্দেহে উল্লেখযোগ্য পদক্ষেপ। শুধু তাই নয় এই আবশিকদের সামনে দুই বোন দরদি কন্ঠে পাঠ করলেন কবিতা যা শুনে মুগ্ধ আবাসিকরা।
নিত্যদিনের একঘেয়েমি জীবনের থেকে কিছুটা অন্যভাবে সময় কাটানো আর আজকের আনন্দমুখর সময় উদযাপনের সুযোগ করে দেয়া কুরআন ব্যানার্জি ও রিংকু সিটের উদ্যোগ যদি মনুষ্য সমাজের সামান্যতম ছাপ ফেলে তবে নিঃসন্দেহে অসহায় আবাসিকদের জীবন একটু অন্যভাবে কাটবে বলেই মনে করে এলাকার বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *