নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ আর.জি করের ঘটনার পাশাপাশি পরবর্ত্তী সময়ে পূর্ব বর্ধমানের এক আদিবাসী তরুণী খুনে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মহিলাদের নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করলেন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। মঙ্গল বার সকাল থেকে ওই সংগঠনের সদস্যরা গঙ্গাজলঘাটির অমরকানের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন।অবরোধকারী ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আর.জি কর কাণ্ড ও পূর্ব বর্ধমান জেলার এক আদিবাসী তরুণী খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারী দেন।
পরে অবরোধস্থলে পৌঁছায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। পুলিশের সঙ্গে আলোচনা শেষে অবরোধ উঠে যায় বলে জানা গেছে।
পূর্ব বর্ধমানের এক আদিবাসী তরুণী খুনে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মহিলাদের নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করলেন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা

Leave a Reply