মালদা, নিজস্ব সংবাদদাতাঃ ঃ- —-আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্তব্ধ বামনগোলা ব্লকের বামনগোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ।বামনগোলা ব্লকে বিবেকানন্দ মোড় থেকে গোটা বামনগোলা গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করে পুনরায় বিবেকানন্দ মোড়ে মন বাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায় গ্রামবাসী।করলো কয়েকশো পড়ুয়া সহ এলাকাবাসী । We want justice স্লোগানে পায়ে পা মিলালো পড়ুয়ারা।আমরা ন্যায় চাই এই দাবিতে আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া এর মৃত্যুতে হতবাক রাজ্য জুরে।জোর কদমে চলছে আন্দোলন।সেই আন্দোলনে পা মিলিয়েছে বামনগোলা গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ।আর জি কর এর ডাক্তারের মৃত্যুকে ঘিরে মহিলাদের রাস্তা দখলের চিত্র বামনগোলা।মহিলাদের দাবি আরজিকর কাণ্ডের ধৃতদের করা শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল। যত দিন পর্যন্ত প্রকৃত খুনিকে শাস্তি দেওয়া না হচ্ছে ততদিন প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন এদিনের মহিলারা।
বামনগোলা ব্লকে বিবেকানন্দ মোড় থেকে গোটা বামনগোলা গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করে পুনরায় বিবেকানন্দ মোড়ে মন বাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায় গ্রামবাসী।

Leave a Reply