টেন্ডার পাওয়া সংস্থাকে কোনরূপ রেভেনিউ না দিয়ে এলাকার বালু মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে ট্রাক্টর বোঝাই করে পাচার করছে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-প্রতিদিনই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নদী থেকে বালি তুলে তা পাচার হয়ে যাচ্ছে। আর্থিক ক্ষতির মুখে সরকারি টেন্ডার প্রাপ্ত সংস্থা। টেন্ডার পাওয়া সংস্থাকে কোনরূপ রেভেনিউ না দিয়ে এলাকার বালু মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে ট্রাক্টর বোঝাই করে পাচার করছে। বেআইনি বালু পাচার রুখতে প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা।

গঙ্গারামপুরের মাহুরকিসমত এলাকায় পুনর্ভবা নদীর হরিতলাঘাটের বালুর অকশান পেয়েছেন পূর্ব বর্ধমানের একটি সংস্থা। নিয়মানুযায়ী ঐ সংস্থার কাছ থেকে চালান কেটে স্থানীয় ব্যবসায়ীরা বালু তুলে বিক্রি করবেন। কিন্তু এলাকার বালু মাফিয়ারা ঐ সংস্থা থেকে কোনোরূপ চালান না কাটিয়েই একপ্রকার গায়ের জোরে বালু তুলে বিক্রি করছেন বলে অভিযোগ। বরাতপ্রাপ্ত সংস্থার তরফে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনোরূপ সুরাহা মিলছে না বলেও অভিযোগ। এলাকায় বালু মাফিয়া চক্রের নেটওয়ার্ক এতটাই সক্রিয় যে পুলিশ প্রশাসনের গাড়ি গঙ্গারামপুর থেকে মাহুরকিসমত ঘাট অভিমুখে অভিযানে বের হলেই তাদের কাছে খবর পৌঁছে যাচ্ছে। অগত্যা খালি হাতেই ফিরে আসতে হচ্ছে পুলিশকে। ঘটনার খবর করতে এলাকায় পৌঁছালে বাঁধা মুখে পড়তে হয়। চক্রের লোকেরা ছবি তুলতে বাঁধা দেওয়ার পাশাপাশি হুমকিও দেখান। রাজনৈতিক প্রভাবশালীদের মদতেই এই চক্র সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। কারণ দিনের বেলায় প্রকাশ্যে বালু বোঝাই ট্রাক্টর এলাকা দাপিয়ে বেড়ালেও কেউ কিছু বলার সাহস দেখাতে পারছেন না বলে স্থানীয়দের অভিযোগ।

বাইট_তাপস বিশ্বাস_বরাতপ্রাপ্ত সংস্থার মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *