২০০ বছরের হেরিটেজ চার্চের মাঠে প্রাক পূজা তাঁত বস্ত্র মেলার উদ্বোধন হল।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শুক্রবার বর্ধমানের কার্জন গেটের পাশে ২০০ বছরের হেরিটেজ চার্চের মাঠে প্রাক পূজা তাঁত বস্ত্র মেলার উদ্বোধন হল।উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার,বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গি নাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল, বিশ্বনাথ রায়, নিত্যানন্দ ব্যানার্জ্জী, মিঠু মাঝি, মাম্পি রুদ্র, শান্তনু কোনার, আরতি খান সহ দুই বিধায়ক শম্পা ধাড়া এবং খোকন দাস সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন এই দপ্তরের আধিকারিক সুদীপ্ত ভট্টাচার্য, রঞ্জিত মাইতি প্রমুখরা। তাঁতশিল্পকে বাঁচাতে এদিন বক্তারা বেশি বেশি করে বাংলার তাঁত শিল্পীদের তৈরী জিনিসপত্র ব্যবহার করার আবেদন রাখেন। সাংসদ শর্মিলা সরকার এদিন আবেদন করেন, যতটা সম্ভব অন্য বস্ত্র বাদ দিতে বাংলার তাঁদের বস্ত্র ব্যবহার করুন। পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের আধিকারিক সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন, গতবছর এই মেলা থেকে প্রায় ৫৪ লক্ষ টাকার বেচাকেনা হয়েছিল। এবছর তা আরও বাড়বে বলে তাঁরা আশা করেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই তাঁত মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *