গণেশ পুজোর ছবি দেখা গেল জঙ্গল লাগুয়া প্রত্যন্ত এক গ্রামে।

আবদুল হাই, বাঁকুড়াঃ – পুরো দেশ জুড়ে সারম্বরে পালিত হচ্ছে গণেশ পুজো, এরকমই এক গণেশ পুজোর ছবি দেখা গেল জঙ্গল লাগুয়া প্রত্যন্ত এক গ্রামে। বাঁকুড়ার বেলিয়াতোড় পলসোনা গ্রামে বিগত ১০-১৫ বছর আগে ক্রমশাই গ্রামে হাতি ঢুকতো এবং অতিষ্ঠ হয়ে পড়েছিল এই গ্রামবাসীরা তার পর থেকেই এই গ্রামে ১০ বছর ধরে ভক্তিসহকারে পূজা আরচনা হয়ে আসছে। এখন গ্রামবাসীদের দাবি যে এই গনেশ পূজা করার পর থেকে গ্রামে আর সেই ভাবে হাতি আসছে না।

এই বছর পুজো অর্চনার পাশাপাশি নরনারায়ণ সেবার ও আয়োজন করা হয়েছিল এই গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *