পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দেবীপক্ষের সূচনা হতেই পুজোর উদ্বোধন শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার একাধিক পুজো ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন ভার্চুয়ালিভাবে জেলার পনেরোটি দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিকেল পাঁচটা নাগাদ কলকাতা থেকে ভার্চুয়ালি উদ্বোধন হয় পূর্ব মেদিনীপুর জেলার পুজো গুলি। পূর্ব মেদিনীপুরের এই ১৫ টি পুজো উদ্বোধনের তালিকা মধ্যে রয়েছে তমলুকের আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটি, পটাশপুরের টিকড়াপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব, এগরা ফ্রেন্ড ইউনিয়ন, ক্লাব চৌরঙ্গী, সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি, কাঁথি ইউথ গিল্ড, হলদিয়ার আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি, বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ, পাঁশকুড়ার মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র সার্বজনীন, খঞ্চি মিলন বিথী, চন্ডিপুরের হাঁসচড়া সার্বজনীন। এদিন বিকেলের তমলুকের আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রত্যেক পুজোর সামনে বড় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়। তারই মাধ্যমে উদ্বোধন করেন এদিন মুখ্যমন্ত্রী।
তমলুকের আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Leave a Reply