দুর্নীতি’ ও তোলাবাজি, সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দকৃত অনুশীলন খাতার মলাট বদলে বিতরণ করা হল বেসরকারি সংস্থার সময় এবং সংবাদ শারদীয়া অনুষ্ঠানে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- দুর্নীতি’ ও তোলাবাজি। সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দকৃত অনুশীলন খাতার মলাট বদলে বিতরণ করা হল বেসরকারি সংস্থার সময় এবং সংবাদ শারদীয়া অনুষ্ঠানে। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল তৈরি হয়েছে কাঁথি শহরে। জানা গেছে, একটি সাপ্তহিক সংবাদপত্রের ব্যানারে মঙ্গলবার সন্ধেয় কাঁথি শহরের কিশোরনগরে আয়োজন করা হয়েছিল এই শারদ উৎসবের। দুঃস্থদের মধ্যে বস্ত্র, পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়ে ছিল। পড়ুয়াদের শিক্ষা সামগ্রী হিসেবে সেখানেই মলাট বদলে ফেলা সরকারি অনুশীলন খাতা বিতরণ করা হয় বলে অভিযোগ। শতাধিক পড়ুয়ার মধ্যে বিতরিত এই খাতা গুলির প্রতি পাতায় বিদ্যমান জলছবি এবং লেখা রয়েছে, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এই অনুশীলন খাতা গুলি মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে। তাহলে কি সরকারি শিক্ষা সামগ্রী ঘুর পথে খোলা বাজারে বিক্রি হচ্ছে, উঠতে শুরু করেছে এই প্রশ্ন। অভিযুক্ত সংস্থার থেকে কোনও সদুত্তর মেলেনি এই ব্যাপারে। বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। কারণ, যে সংবাদপত্রের ব্যানারে এই বার্ষিক শারদীয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার সম্পাদকের ছেলে অয়ন জানা যুক্ত রয়েছেন রাজ্যের শাসকদল তৃণমূলের ছাত্র সংগঠনের সঙ্গে। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৈরি জয়ী ব্যাণ্ডেরও সদস্য তিনি। কাঁথি পিকে কলেজের ছাত্র ভর্তিতে কাটামানি আদায়ের ঘটনায়ও নাম জড়িয়ে ছিল অয়নের। মঙ্গলবারের অনুষ্ঠানে তিনি ছাড়াও তাঁর সংগঠনের রাজ্য নেতা সুদীপ রাহা, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবরু রহমান, এগরা বিধায়ক তরুন কুমার মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। ফলে এই ঘটনায় শাসকদলের মদত রয়েছে বলে অভিযোগ তুলছে তৃণমূল বিরোধীরা। শুধু তাই নয়, ঘটনার তদন্তেরও দাবি তুলছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *