ফালাকাটা সুভাষপল্লী ইউনিট, এবারে ৫৫ তম বর্ষে তাদের বিশেষ আকর্ষন ‘সুবর্ণ ভূমি’।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সামনেই আসছে শ্যামা পূজা।তাঁর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে শ্যামাপূজার প্রস্তুতি শুরু করলো ফালাকাটা সুভাষপল্লী ইউনিট। প্রত্যকবছর শহরবাসীকে আকর্ষনীয় পুজো মন্ডপ উপহার দিয়ে থাকে ‘ফালাকাটা সুভাষপল্লী ইউনিট’।এবছরও তাঁর ব্যতিক্রম নয়।এবারে ৫৫ তম বর্ষে তাদের বিশেষ আকর্ষন ‘সুবর্ণ ভূমি’। এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল মণ্ডপ তৈরির কাজ। এবছরও তাদের থিম দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *