নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং জেলা ব্যবসায়ী সমিতির সহযোগিতায় শহরের এগ্রিকালচার ফার্ম ময়দানে ফিতে কেটে বাজি বাজারের উদ্বোধন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, সঙ্গে ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, দমকল বিভাগের ডিভিশনাল অফিসার স্বপন কুমার দাস, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুন্ডু, সাধারন সম্পাদক উত্তম বসাক সহ বিশিষ্ট অতিথিবর্গ। বাজিবাজারে মোট ৫১ টি স্টল করা হয়। প্রত্যেক স্টলে পৌরসভার বিক্রেতারা তারা বিভিন্ন ধরনের উন্নত মানের সবুজ বাজি সাজিয়ে নিয়ে বসেন।উপস্থিত অতীথিরা প্রত্যেক বাজি দোকান ঘুরে দেখেন,ক্ষতিগ্রস্ত বাজি যাতে কোন রকম রাখা না হয় তারো নির্দেশ দেওয়া হয়।এবিষয়ে জেলা শাসক নিতীন সিংহানিয়া বলেন,,বিগত দু বছর ধরে জেলা ব্যবসায়ী সমিতির সহযোগিতায় মালদা জেলায় বিভিন্ন জায়গায় বাজিবাজার সেটআপ করা হয়েছে।মালদা জেলার ছটি জায়গায় বাজিবাজার বসানো হয়েছে। তার মধ্যে সবথেকে বড় যে বাজি বাজার করা হয়েছে,,ইংলিশ বাজার শহরে গ্রীন পার্ক এলাকায় তৈরি করা হয়েছে এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানায় জেলা ব্যবসায়ী সমিতিকে সব সময় সহায়তা করেছেন বর্তমানে ৫১ বাজির স্টল বসানো হয়েছে। এবং প্রশাসনের তরফ থেকে সব রকম সহযোগিতা ও নিরাপত্তায় খতিয়ে দেখা হচ্ছে।
মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বাজি বাজারের উদ্বোধন।












Leave a Reply