এবছর ১২৫ তম বছর বাবা লোকনাথ ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হলো বালুরঘাটে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- মহামিলন উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হল এক মিটিং বালুরঘাটে। ১৭ তম বর্ষের মহামিলন উৎসব বালুরঘাটে। আগামী ১৪ এবং ১৫ নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে অনুষ্ঠিত হবে লোকনাথ বাবার ভক্তদের কে নিয়ে এক মহা মিলন উৎসব। এদিন মহা মিলন উৎসবের আগে সকল সদস্যদের কে নিয়ে এক মিটিং করা হয়। এবছর ১২৫ তম বছর বাবা লোকনাথ ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হলো বালুরঘাটে। জানা যায় এ বছর বাংলাদেশের এই অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও কোনো কারণবশত বাংলাদেশের না হয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে অনুষ্ঠিত হচ্ছে মহামিলন উৎসবটি। এদিন এক কুড়িজনের এক সদস্য টিম গঠন করা হয় মহামিলন উৎসবকে কেন্দ্র করে এদিন উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকনাথ মিশনের সভাপতি অজয় কুমার ঘোষ পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *