মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে নামেন শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আরজিকর কাণ্ড থেকে শুরু করে ফালাকাটা, একের পর এক ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। ফের তৃণমূলের সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, ১৩ নভেম্বর উপনির্বাচন আছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। আর শনিবার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে নামেন শুভেন্দু অধিকারী। এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল শেষে শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলায় রক্ষকই ভক্ষক।পৃথিবীর কোথাও এমন পাবেন না। আর জি কর থেকে ফালাকাটা, একের পর এক ঘটনা ঘটছে। বাংলায় মহিলারা সুরক্ষিত নন। ভোটবাক্সে এর জবাব দিন’ বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *