নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- এই রাজ্যে ধর্ষকদের প্রোটেকটার সরকার আছে মাদারিহাট উপনির্বাচন জনসভায় এসে ধর্ষণকাণ্ড নিয়ে এই কথা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার আলিপুরদুয়ারের মাদারিহাট রবীন্দ্রনগরে মাদারিহাট উপনির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহারের সমর্থনে আয়োজিত জনসভায় আসেন শুভেন্দু অধিকারি। এদিন শুভেন্দু অধিকারী জানান রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হলে তিন হাজার টাকা লক্ষী ভাণ্ডার হবে।
মাদারিহাট রবীন্দ্রনগরে মাদারিহাট উপনির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহারের সমর্থনে আয়োজিত জনসভায় আসেন শুভেন্দু অধিকারি।












Leave a Reply