বাঁকুড়ার ইন্দাস-কোতুলপুরেও গৃহবধূর উপর অত্যাচার হয়েছে, এখনও বিচার পায়নি : লকেট চ্যাটার্জী।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  আর.জি করের ঘটনা সবার জানা, এর পাশাপাশি বাঁকুড়ার ইন্দাস-কোতুলপুরেও গৃহবধূর উপর অত্যাচার হয়েছে। এখনও বিচার পায়নি। মেয়েরাই পারে মেয়েদের রক্ষা করতে। আমরা তোমাদের পাশে আছি।’ তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী অনন্যা রায় চক্রবর্ত্তীর সমর্থণে বুধবার পাঁচমুড়ার কুমোর পাড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে একথা বলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সহ অন্যান্যরা।

পরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে এক জন মহিলা মূখ্যমন্ত্রী। তিনি অভিভাবক। তবুও এরাজ্যে মহিলারা সূরক্ষিত নন। ফলে মহিলাদের রক্ষা করতে পারে একমাত্র মহিলারাই। আর সব সময় বিজেপি মহিলাদের সঙ্গে আছে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *