বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ঘোড়ামুলী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ জন ছাত্রছাত্রী খাইয়ে ছেলের অন্নপ্রাশনের আনন্দ ভাগ করে নেন বিধান।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – ছেলের অন্নপ্রাশন উপলক্ষে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে এলাহী খাবারের আয়োজন। গতকাল ছিল বিশ্ব শিশু দিবস। শিশু দিবসে এলাহি আয়োজন করেছিলেন ছাতনার ঘোড়ামুড়ি গ্রামের বাসিন্দা বিধান বাউড়ির। পেশায় তিনি স্কুলের ক্লার্ক।

বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ঘোড়ামুলী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ জন ছাত্রছাত্রী খাইয়ে ছেলের অন্নপ্রাশনের আনন্দ ভাগ করে নেন বিধান। তার কথায় গ্রামের এই স্কুল থেকেই পড়াশোনা করেছি, স্কুলের ছাত্র, ছাত্রীরা প্রতিদিনেই মিডডে মিলের খাবার খায়। শিশু দিবসে আমার সাধ্যমত কিছু খাবারের আয়োজন করেছিলাম।

অন্যদিকে এই বিষয়ে স্কুলের শিক্ষক অনুপ মন্ডল বলেন রাজ্যসরকারের প্রীতি ভোজন প্রকল্প থেকেই স্থানীয় গ্রামের যুবক বিধান বাউরি তার ছেলের অন্নপ্রাশন্ন উপলক্ষে শিশু দিবসের দিন ছাত্র, ছাত্রীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিল। তিনি তার আনন্দের দিনটি ছাত্র-ছাত্রীদের সাথে ভাগ করে নিলেন।

এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ছাতনা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কল্যাণ মন্ডল, তিনি বলেন রাজ্য সরকারের প্রীতি ভজন প্রকল্পের অধীনে সাধারন মানুষ তার স্মরণীয় দিনটিকে স্কুলের ছাত্র,ছাত্রীদের খাওয়ানোর মধ্য দিয়ে পালন করেন । বিধান এই বিষয়ে এগিয়ে এসেছে আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত থাকতে পেরে খুব খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *