আদালতের রায়ে দীর্ঘ কয়েক বছর পর জমি ফিরে পেয়ে খুশি।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- অবশেষে জমি মাফিয়াদের দ্বারা বেদখল হওয়া চাষের নিজ জমি দীর্ঘ ২৪ বছর মামলা লড়াইয়ের পর ফিরে পেল কৃষক। ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকার ঘটনা। জানা যায়, ভিম মন্ডল ১৯৯৬ সালে জমিটি ক্রয় করেন। তারপর থেকেই চাষাবাদ নিয়মিত করছিল জমিতে। হঠাৎ কিছু জমি মাফিয়া তাদের বলে দাবি করে। তারপর থেকেই মামলা শুরু হয়। অবশেষে ভীম মন্ডল ২০২১ সালে মারা যাওয়ার পর পরিবারের লোকজন জমিতে যাতায়াত করতে না পারায় সেই সুযোগ নিয়ে মন্দিরের নাম ভাঙ্গিয়ে সুনীল রায়, বিজয় রাউত, সনাতন গোস্বামী, বাটুল রাউত, অমিত রাউত সহ বেশ কিছু জমি মাফিয়া তাদের জমি দখল করে নেয় এবং তার প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। অবশেষ পৈত্রিক ও স্বামীর জমি ফিরে পেতে প্রয়াত ভীম মন্ডলের ছেলে সমীর মন্ডল ও তার স্ত্রী পুষ্প মন্ডল সিভিল কোর্ট, জর্জকোর্ট ও হাইকোর্টে আদালতে মামলা করে। আদালত দুই পক্ষের সমস্ত নথিপত্র যাচাই করে অবশেষে প্রয়াত ভীম মন্ডলের পরিবারের পক্ষে রায় দেয় এবং দ্রুত তার নিজ চাষের জমি ঘিরে নেওয়ার অনুমতি দেয় বলে জানান পরিবারের লোকজন। আদালতের রায়ে দীর্ঘ কয়েক বছর পর জমি ফিরে পেয়ে খুশি। সেইমতো রবিবার তার নিজ জমি ঘিরতে গেলে বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের উপযুক্ত নথিপত্র নিয়ে থানায় ডাকেন। এবং দুই পক্ষের নথিপত্র যাচাই করে সঠিক মালিক যাতে জায়গা বুঝে পাই তার জন্য পুলিশের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *