নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলতলী ভাণ্ডানি 13/90 পার্ট এলাকায়। শনিবার সকালে ঘটনাটি ঘটে স্থানীয় অতেশ্বর বর্মনের বাড়িতে। জানা গিয়েছে, ধান ঝাড়াই করার পর ধানের খড়গুলি এদিন সকালে পুঞ্জীভূত করে রাখছিলেন অতেশ্বর বর্মনেরা। এদিকে তাঁদের অলক্ষে খড়ের গাদায় গ্যাস লাইট জ্বালিয়ে আগুন লাগিয়ে দেয় বাড়ির অবুঝ এক ছোট শিশু। শুকনো খড়ে আগুন লাগা মাত্র দাউদাউ করে জ্বলতে থাকে।ঘটনায় হতবম্ব হয়ে পড়ে পরিবার।এরপর সাহায্যের জন্য চিৎকার শুরু করে।পরিবারের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান।খবর দেওয়া হয় ফালাকাটা দমকল কেন্দ্রে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply