মহিলার নতুন কর্মসংস্থান চালু করলে কি কি দরকার এছাড়াও ট্যাক্স থেকে শুরু করে জি এস টি(Gst) সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা – অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আগ্রহী মহিলাদের নিয়ে এক কর্মশালার সূচনা হলো সোমবার।এই কর্মশালায় কিভাবে মহিলার নতুন কর্মসংস্থান চালু করলে।কি কি দরকার এছাড়াও ট্যাক্স থেকে শুরু করে জি এস টি(Gst) সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্মসূচি পাঁচ দিন ধরে চলবে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিকেরা।কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এমএসএমই-র পরিচালনায় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আগ্রহী মহিলাদের নিয়ে এক কর্মশালার সূচনা হলো সোমবার । আগামী ৬ ডিসেম্বর অবধি চলবে এই কর্মশালা। মহিলারা এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। একটি ছোট শিল্প করতে গেলে কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হয়, কিভাবে কাগজপত্র তৈরি করতে হয়, এর জন্য সরকারি প্রকল্পই বা কি রয়েছে- এরকম বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষ্ণ কালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ট্রেনিং সেন্টার এর সম্পাদক সুমিত্রা হালদার জানান, এই কর্মশালার ফলে প্রচুর মহিলা উপকৃত হবেন এবং স্বনির্ভর হয়ে উঠতে পারবেন। এদিন হাজির ছিলেন এম এস এম ই শিলিগুড়ি শাখার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিষেক চন্দ, সংশ্লিষ্ট দপ্তরের জেলা আধিকারিক তাপস কুমার মন্ডল, এলডিএম অমৃতাভ কীর্তনীয়া কাউন্সিলর মনীষা সাহা মন্ডল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *