জগৎপুর এলাকায় রাসবিহারী রানা নামে বিজেপির কার্যকর্তার বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মাইশোরা গ্রাম পঞ্চায়েতের জগৎপুর এলাকায় রাসবিহারী রানা নামে বিজেপির কার্যকর্তার বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।
রাসবিহারী রানা বিজেপির সাংগঠনিক জেলার একটি পদে রয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি বিজেপির হয়ে লড়াই করে আসছেন শাসকদলের বিরুদ্ধে। এমনকি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়ী হয়ে তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় মাইশোরা গ্রাম পঞ্চায়েত, যার ফলে এর আগেও তার ওপর হামলা চালানো হয়, এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলারও বারংবার হুমকি দেয় শাসক দল, এমন টাই অভিযোগ করেন তিনি। গতকাল মধ্যরাত্রে বাড়িতে যখন ঘুমিয়ে পড়েছিলেন সেই সময় আচমকা ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির একাংশ দাউদাউ করে জ্বলছে, তড়িঘড়ি করে বিজেপি কার্যকর্তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে চিৎকার শুরু করেন, তার চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে এলে কোনো রকম জল ঢেলে নিভিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির একাংশ ত্রিপল বাঁশ সহ বেশ কিছু অংশ, এমনকি বাড়ির গবাদি পশুরাও ওই আগুনে আহত হয়। কোন রকম প্রাণে বাঁচে বাড়ির মানুষ জন সহ বেশ কিছু পালিত গবাদি পশু। এমন ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিজেপির ওই পরিবারটি।
যদিও এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি শাসক দলের, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটনা বলে দাবি করেন পাঁশকুড়া ১নং ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *