দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার রেলের উন্নয়নের জন্য একগুচ্ছ দাবি রেলমন্ত্রীর নিকট তুলে ধরলেন সুকান্ত মজুমদার।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার রেলের উন্নয়নের জন্য একগুচ্ছ দাবি রেলমন্ত্রীর নিকট তুলে ধরলেন, বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি তথা শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গতকাল তিনি রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সীমান্তবর্তী এলাকায় রেলের উন্নয়নের জন্য দাবি পেশ করেন পাশাপাশি প্রায় পঞ্চাশের অধিক রেল প্রকল্প পশ্চিমবঙ্গে আটকে রয়েছে। সে সমস্ত বিষয়ে ইতিবাচক আলোচনা করেন বলে সূত্র মারফত জানা গেছে। এ বিষয়ে বালুঘাটের সংসদ সুকান্ত মজুমদার জানান,পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৬১টি রেল প্রকল্প আটকে রয়েছে জমি-জটের কারণে । সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্য সরকারের সহযোগিতা চান সুকান্ত মজুমদার।শুধু তাই নয় নতুন করে একাধিক রেল প্রকল্প চালু ও নতুন ট্রেনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে তার মধ্যে বালুরঘাট থেকে একাধিক নতুন ট্রেন আছে বলে সূত্রের খবর।
দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎকুমার মাহাতো রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *