দুই দিন ব্যাপী মৎস্য বিষয়ক বিশেষ কর্মশালা নন্দীগ্রাম সীতানন্দ কলেজে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার (৩-রা) ও বুধবার (৪-ঠা ডিসেম্বর) নন্দীগ্রাম সীতানন্দ কলেজে দুই দিন ব্যাপী মৎস্য বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্টিত হয়েছে। সীতানন্দ কলেজের প্রানীবিদ্যা বিভাগের প্রায় সত্তর জন ছাত্র-ছাত্রী খুব উৎসাহের সাথে কর্মশালায় অংশগ্রহণ করেন ।

মৎস্য কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম এক উন্নয়ন ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু , এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ডক্ট্রর এস মোহালি সহ অন্যন্য অধ্যাপক অধ্যাপিকাগন। কর্মশালায় মৎস্য কেন্দ্রীক কর্মসংস্থান উপার্জন ও সরকারী সহায়তায় মাছের উদ্যোগ বিষয়ে আলোচনা হয় এবং কলেজ ক্যাম্পাসে নব নির্মিত “ফিশ হ্যাচারী” তে মাছের প্রজনন হাতে কলমে দেখানো হয়। ছাত্রছাত্রিদের পাওয়ার পয়েন্ট প্রজেক্টারের সাহায্যে সরকারী প্রকল্পে মাছ চাষিদের বিভিন্ন প্রকল্প রূপায়নের আলোকচিত্র সহ নন্দীগ্রাম এক ব্লকের বিস্তির্ন এলাকার মৎস্যজীবিরা কিভাবে নদীতে মাছ আহরনে যুক্ত, ভাসমান বাক্সে কাঁকড়া চাষ, ভেনামী চাষ সহ সরকারী প্রকল্পে কিভাবে রঙিন মাছ চাষের চৌবাচ্চা নির্মত্ত করে স্বনির্ভর হওয়া যায় সেই বিষয় গুলিও তুলে ধরেন ব্লকের মৎস্য আধিকারিক সুমন বাবু।

কর্মাশালায় অংশগ্রহণকারী ছাত্র –ছাত্রিরা জানান, এই কর্মাশালায় অনেক নতুন কিছু জানতে পারলাম। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের প্রিন্সিপাল ডক্ট্রর এস মোহালি বলেন, দক্ষ বিশেষজ্ঞ ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু সাহেবের তত্ত্বাবধানে কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য একটি হ্যান্ডস-অন শেখার অভিজ্ঞতা হল যা আগামীতে ছাত্র-ছাত্রিদের পেশাগত পথ চলতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *