নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- খাবারের লোভে ধানের পর এবার আলু ক্ষেতে হানা দিল বুনো হাতির দল। মঙ্গলবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের পশ্চিম মাদারিহাট এলাকায় হানা দেয় একদল হাতি।হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় এলাকার প্রায় তিন বিঘা আলুক্ষেত সহ সুপারি বাগান। ক্ষতিগ্রস্থরা জানান, গতকাল গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে প্রায় আট দশটি হাতির দল এলাকার আলু ক্ষেতে হানা দেয়।হানা দিয়ে সাবার করে বিঘার পর বিঘা আলু। তবে সঠিক সময়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ কৃষকদের।
হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো এলাকার প্রায় তিন বিঘা আলুক্ষেত সহ সুপারি বাগান।












Leave a Reply