নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় সাফল্য পেলেও গঙ্গারামপুরের ১৫ জন প্রতিযোগী। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক পেয়ে জেলার মুখ উজ্জ্বল করলো প্রতিযোগিরা। রবিবার একটি কর্মসূচির মধ্যদিয়ে বিজয়ী প্রতিযোগীদের দেওয়া হলো সংবর্ধনা।
জানা গেছে গত ২২শে ডিসেম্বর কলকাতার নাগেবাজারে AISSKA- এর অনুষ্ঠিত হয় 5th ওপেন টুর্নামেট। টুর্নামেন্টে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে কাতা এবং ফাইটিং ইভেন্ট মিলে ১৪ টি স্বর্ণপদক অর্জন করে প্রতিযোগিতা। পাশাপাশি 9টি সিলভার এবং 7টি ব্রোঞ্জ পদক পেয়ে জেলার মুখ উজ্জ্বল করে প্রতিযোগিরা।
রবিবার গঙ্গারামপুর নাট্য সংসদ প্রাঙ্গনে বিজয়ী প্রতিযোগীদের সংবর্ধনা প্রদান করলেন কিকবক্সিং কোচ সমীর দত্ত। এই বিষয়ে তিনি জানান।
Leave a Reply