নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সারাদিন ফালাকাটা শহরের সুভাষপল্লী এলাকায় থেকে অবশেষে সোয়া পাঁচটা নাগাদ রেল লাইন পেরিয়ে জঙ্গলের দিকে ফিরে গেল দুই বুনো হাতি৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরবেলা দুটি দলছুট বুনো হাতি ঢুকে পড়ে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভা এলাকায়। দিনভর হাতি দুটির উপর নজরদারি চালায় বনদপ্তর। আনা হয় দুটি কুঁনকি হাতি। অবশেষে সন্ধ্যা নামার আগেই শহর ছেড়ে জঙ্গলের দিকে রওনা দেয় বুনো হাতি দুটি। হাতি দুটি বনে ফেরায় স্বস্তিতে ফালাকাটাবাসী।
সন্ধ্যা নামার আগেই শহর ছেড়ে জঙ্গলের দিকে রওনা দেয় বুনো হাতি দুটি।

Leave a Reply