পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য দিতে হচ্ছে দেড় হাজার টাকা, যা সরকারি নির্ধারিত ফি থেকে অনেক বেশি, এমনই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুলের বিরুদ্ধে। হাই স্কুলের ক্ষেত্রে শিক্ষা দপ্তরের বলা রয়েছে, ডেভেলপমেন্ট ৩ বাবদ পড়ুয়াদের থেকে বছরে একবার সর্বোচ্চ ২৪০ টাকা নেওয়া যাবে, যদি কোন পড়ুয়া সেই ফ্রি দিতে সমর্থ্য না হয় তবে তার ফি মুকুব করার কথা বলা হয়েছে সরকারি নির্দেশে, সেই সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাঁশকুড়া বার্লি পার্ট হাইস্কুলের ছাত্র ছাত্রী ভর্তির
ক্ষেত্রে মোটা টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকেরা। এক অভিভাবক জানান, আমি ফুচকা বিক্রি করে সংসার চালাই, স্কুলে ভর্তির দেড় হাজার টাকা পাব কোথায়, স্কুল কর্তৃপক্ষ তার কোন কথাই শুনেনি বাধ্য হয়ে তার হাতের পলা বিক্রি করে
স্কুলের ফ্রি মেটান ঐ অভিভাবক। পাশাপাশি আরেক অভিভাবক অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে, টাকার পাশাপাশি চার বস্তা সিমেন্ট যাওয়া হয়েছেটাকার পাশাপাশি চার বস্তা সিমেন্ট যাওয়া হয়েছে বলে অভিযোগ, পাশাপাশি এই টাকা দিতে অস্বীকার করলে তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে বলেিযোগ করেন।
বিজেপি অভিযোগ করেন, এর আগে এই ধরনের
রীতি ছিল না,
স্কুলটির বোর্ড তৃণমূল পরিচালিত,হওয়ায়
বেআইনি হবে টাকা তোলার একটি নতুন পন্থা শুরু করেছে।
সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য দিতে হচ্ছে দেড় হাজার টাকা, যা সরকারি নির্ধারিত ফি থেকে অনেক বেশি, এমনই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুলের বিরুদ্ধে।

Leave a Reply