নিজস্ব সংবাদদাতা, মালদা—আদিবাসী ভারত মহাসভার পক্ষ থেকে গাজোল কমিটির উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় একটি পদযাত্রা মধ্যদিয়ে। শুক্রবার বেলা দুটা নাগাদ রাঙ্গাভিটা ১২ নং জাতীয় সড়ক একটি বেসরকারি লজের সামনে থেকে পদযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে একাধিক আদিবাসী সংগঠনের সদস্যরা অংশ নেয়। তারা কদুবাড়ি হয়ে রাঙাভিটা, ট্রাফিক ঘুরে পুনরায় বেসরকারি লজে পদযাত্রা সমাপ্ত করেন।আদিবাসীদের সমস্যা এবং সমাধানের জন্য সোচ্চার হোন ।জানা গেছে,তাদের নয় দফা দাবি রয়েছে,তার মধ্যে অলচিকি ভাষায় প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থার,আদিবাসীদের সারনা ধর্ম, আদিবাসীদের কাজের ব্যবস্থা, গ্রামের বেহাল রাস্তা, বৃদ্ধ ভাতা সহ একাধিক দাবি জানানো হয়।উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সুখ চাঁদ সরেন, রাজ্য সভাপতি প্রশান্ত হেমব্রম সহ অন্যান্যরা।
আদিবাসীদের সমস্যা এবং সমাধানের জন্য সোচ্চার হোন পদযাত্রা মধ্যদিয়ে।

Leave a Reply