নিখোঁজ ছয় জন পরিযায়ী শ্রমিক, পরিবারের অভিযোগ বারবার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, কোন ব্যবস্থাই গ্রহণ করেনি প্রশাসন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভিনরাজ্যে পরিযায়ী হিসেবে কাজ করতে গিয়ে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুসিলা গ্রাম থেকে বিগত দু বছরে নিখোঁজ হয়েছেন অন্ততপাকে ছয় জন পরিযায়ী শ্রমিক। এদের সকলেই কাজের খোঁজে গিয়েছিলেন দিল্লি তামিলনাড়ু কেরালা বা অন্য কোন রাজ্যে পরিবারের অভিযোগ বারবার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। কোন ব্যবস্থাই গ্রহণ করেনি প্রশাসন খোজ পাওয়া যায়নি নিখোঁজ হয়ে যাওয়া পরিচয় শ্রমিকদের।

বিগত নভেম্বর মাসের ৬ তারিখে এই গ্রাম থেকেই তামিলনাড়ুতে এক স্থানীয় দালালের মাধ্যমে কাজে যান মঙ্গল হেমরম তিনি ৯ তারিখে তামিলনাড়ু পৌঁছান কিন্তু তারপর থেকেই আর তার কোন খোঁজ পাওয়া যায়নি পরিবারের অভিযোগ বালুরঘাট ব্লকের পাগলি গঞ্জের এক দালালের সাথে এলাকারই প্রায় ৭-৮ জন যুবক কাজ করতে গিয়েছিল কিন্তু ন তারিখের পর মঙ্গল হেমব্রমের আর কোন খবর পাওয়া যায়নি। স্থানীয় ওই দালাল ফোন মারফত জানান স্টেশনে নেওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে গেছে মঙ্গল হেমরম গ্রামে রয়েছেন তার স্ত্রী ও পাঁচ মাস বয়সের একটি সন্তান। একই ঘটনা ঘটেছিল জোসেফ মুড়মুর ক্ষেত্রে তার স্ত্রী ফুল ি টুডু এখনো গোয়াতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। যশোর পূর্ব অবশ্য আজ থেকে প্রায় বছর চারেক আগে ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তারপর তারও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদেরও পরিবারের অভিযোগ থানায় জানানো হয়েছিল কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *