দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হিউম্যান হেল্প গ্রুপ
স্থান- বালুরঘাট চকভৃগু পর্ষদ মাঠ বটতলা।
এই শীতে কিছু অতি সাধারণ অরাজনৈতিক মানুষ জাত পাত ভুলে স্বামী বিবেকানন্দর জন্ম দিবসকে কিছু অসহায় মানুষকে ও রাস্তায় ভবঘুরে প্রভুদের শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান ( 85 পিচ কম্বল ) করলাম আমরা।
আমাদের এই কর্মকাণ্ডে আপনিও আমাদেরকে আপনার সহযোগিতার হাতটি বাড়িয়ে দিতে পারেন।
আজ মহামারি পর্ষদের মাঠে প্রায় ৬৫ জনের হাতে কম্বল তুলে দেওয়া হল হিউম্যান হেল্প গ্রুপের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সমাজকর্মী তুহিন শুভ্র মন্ডল।
ময়ামারি,চামটা,কোয়ারন, দোগাছি, মামনা গঙ্গাসাগর নলতাহার রেল স্টেশন বস্তি প্রকৃতি এলাকার দুস্থ বাসিন্দারা এসেছিলেন পর্ষদের মাঠে। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকেশ প্রামানিক।
পর্ষদের মাঠে প্রায় ৬৫ জনের হাতে কম্বল তুলে দেওয়া হল হিউম্যান হেল্প গ্রুপের পক্ষ থেকে।

Leave a Reply