বাঁকুড়া জেলার শুশুনিয়ায় প্রথমবার আয়োজিত হলো রন্ধন প্রতিযোগিতা।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া:- বাঁকুড়া জেলার শুশুনিয়ায় প্রথমবার আয়োজিত হলো রন্ধন প্রতিযোগিতা। শুশুনিয়া পাহাড়ের কোলে মনোরম প্রাকৃতিক পরিবেশে মুরুৎবাহা ইকোপার্কে এই রন্ধন প্রতিযোগিতাটি আয়োজিত হয়। মোমো আন্টি নামে পরিচিত কনিকা চ্যাটার্জির উদ্যোগে এই প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরের প্রতিযোগী মিলিয়ে মোট ৫০ জন অংশগ্রহণ করেন। মহিলাদের পাশাপাশি পুরুষরাও সমানভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই রন্ধন প্রতিযোগিতাটি পিঠে পুলি ও মাংসের আইটেমের উপর আয়োজিত হয়। আগেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেলিব্রেটি রুপর্ণা ভট্টাচার্য। আয়োজকদের তরফ থেকে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পত্র ও গিফট। সফলভাবে উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হয় মোমেন্টো, গিফট্ ও সম্মাননা পত্র। শীতের সকালে এরকম রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *