১০৪ বছর বয়সে পরলোক গমনের কারণে তাঁর বাড়ির আত্মীয় স্বজন ও নাতিরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্য সহযোগে আনন্দ উৎসাহের সহিত তাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যান দাহ করার জন্য।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১০৪ বছর বয়সে মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার শ্যামসুন্দরপুরের পাটনা গ্রামের দেবেন্দ্রনাথ আদকের,বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্যের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয় আনন্দের সহিত,এই ঘটনা দেখে হতবাক সকলেই,জানা গিয়েছে পাঁশকুড়ার মাইশোরা গ্ৰাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর পাটনা গ্ৰামের ১০৪ বছরের বৃদ্ধ দেবেন্দ্রনাথ আদক। গতকাল রাতে তার মৃত্যু হয়েছে। তার এই দীর্ঘ জীবনের পর ১০৪ বছর বয়সে পরলোক গমনের কারণে তাঁর বাড়ির আত্মীয় স্বজন ও নাতিরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্য সহযোগে আনন্দ উৎসাহের সহিত তাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যান দাহ করার জন্য।এমন নজির বিহীন ঘটনায় হতবাক সকলেই।পাঁশকুড়ার বুকে এই প্রথম নজীরবিহীন ঘটনা।বর্তমান সময়ে বহু মানুষই বিভিন্ন শারীরিক কারণে ৫০ পার হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই জায়গায় দেবেন্দ্রনাথ আদক দীর্ঘ বছর জীবিত থাকার পর এই বয়সে পরলোক গমন করার কারণেই আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরা আনন্দের সহিত তাকে দাহ করতে নিয়ে যান। তাদের কাছে তার মৃত্যুটা দুঃখের নয় আনন্দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *