গঙ্গাসাগর গ্রামে শ্রীশ্রী বাবা কপিলমুনি উৎসব কমিটি – র পরিচালনায় ও ব্যবস্থাপনায় বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষ্যে মেলা সহ ধর্মীয় উৎসবের আয়োজন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রতি বছর পৌষ সংক্রান্তিতে ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে অবস্থিত কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগর মেলার পাশাপাশি সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আত্রেয়ী নদীর তীরবর্তী গঙ্গাসাগর গ্রামে শ্রীশ্রী বাবা কপিলমুনি ও মা গঙ্গাদেবীর আশ্রম – এ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে।বালুরঘাটে গঙ্গাসাগরে শ্রীশ্রী বাবা কপিলমুনি ও মা গঙ্গাদেবীর আশ্রম ১৯৮৩ সালে স্থাপিত হয়। এই বছর ৪২তম বর্ষ। গঙ্গাসাগর গ্রামে শ্রীশ্রী বাবা কপিলমুনি উৎসব কমিটি – র পরিচালনায় ও ব্যবস্থাপনায় এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষ্যে মেলা সহ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এবছরও পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির আগের দিন সকালে মঙ্গলঘট স্থাপন এবং সারাদিনব্যাপী ভাগবত পাঠ হয়, এইদিন রাত্রে মহানাম যজ্ঞের অধিবাস এবং ভোর পর্যন্ত পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। মকর সংক্রান্তি তিথিতে আত্রেয়ী নদীতে দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের পুণ্য স্নানের পাশাপাশি তিনদিনব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হওয়ার পর চতুর্থ দিন দুপুরে মহাপ্রভুর ভোগ ও নরনারায়ণ সেবার আয়োজন করা হবে। পঞ্চম দিন দধিমঙ্গল উৎসবের পাশাপাশি মহন্ত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আত্রেয়ী নদীর তীরবর্তী গঙ্গাসাগর গ্রামে শ্রীশ্রী বাবা কপিলমুনি ও মা গঙ্গাদেবীর আশ্রম এটি একদিকে তীর্থভূমি আবার অন্যদিকে মেলাভূমি। এই দুয়ের মেলবন্ধনে আবদ্ধ বালুরঘাটের আত্রেয়ী নদীর তীরবর্তী গঙ্গাসাগর গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *