পাঁচ কালি গঙ্গা পূজা গঙ্গা স্নান মেলা কমিটির উদ্যোগে ও এলাকাবাসীদের সহযোগিতায় পাঁচ কালি মন্দির প্রাঙ্গণে এবং শ্রীমতি নদীর ধারে গঙ্গাস্নান ও মেলা চলছে প্রবল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—- মালদার গাজোলের আহোড়া এলাকার পাঁচ কালি মন্দির রয়েছে সেই এলাকার বাসিন্দা সহ বিভিন্ন এলাকার বাসিন্দা গঙ্গা স্নান উপচে পরল ভিড়৷ পাঁচ কালি গঙ্গা পূজা গঙ্গা স্নান মেলা কমিটির উদ্যোগে ও এলাকাবাসীদের সহযোগিতায় পাঁচ কালি মন্দির প্রাঙ্গণে এবং শ্রীমতি নদীর ধারে গঙ্গাস্নান ও মেলা চলছে প্রবল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে। মকর সংক্রান্তি উপলক্ষে এখানে গঙ্গা পূজা গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান ২০ তম পদার্পণ করল ।এই গঙ্গাস্নান ও মেলাতে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গার ভক্তরা আসে এই গঙ্গা স্নান করার জন্য। গঙ্গা স্নান উপলক্ষে এলাকা জুরে জমজমাট মেলা । গঙ্গা স্নান মেলা উপলক্ষে পাঁচ দিনব্যাপী বাউল গান অনুষ্ঠিত হবে। এই মেলা কমিটির সভাপতি রমণী রায় ও কোষাধ্যক্ষ পরী রায় এবং নিত্য গোপাল রায় তারা বলেন পাঁচ কালি ও গঙ্গা পূজা গঙ্গাস্নান ও মেলা কমিটির উদ্যোগে গাজোলে আহোড়া পাঁচ কালি মন্দির প্রাঙ্গণে এবং শ্রীমতি নদীর ধারে গঙ্গা পূজা গঙ্গা স্নান এবং পাঁচ কালি মায়ের পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন দেবদেবীর পূজা অনুষ্ঠিত হয রাত বারোটার পর পূজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোর থেকে গঙ্গাস্নান শুরু হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এখানে গঙ্গাস্নান করার জন্য দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ এমনকি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা আসেন এখানে গঙ্গা স্নান করার জন্য। এই গঙ্গা পূজা গঙ্গাস্নান মেলা ও পাঁচ কালি মায়ের পূজা অত্র এলাকাবাসীদের খুব পরিচিত তাই প্রতিবছর প্রচুর ভক্তদের সমাগম হয়। মায়ের কাছে যে যা মানত করেন মা তাদের মনের বাসনা পূরণ করেন। এ পাঁচ কালী পূজা প্রায় ৫০০ বছরের পুরনো পুজো।এ পূজা কবে থেকে শুরু হয়েছিল কেউ সঠিকভাবে বলতে পারছেন না পূর্বে ডাকাত দলেরা পাঁচ কালি মায়ের পূজা করতেন। তারপর শ্রীমতি নদীতে মাছ ধরতে আসা জেলেরা এই পূজা করতেন আমরা মা-বাবা ঠাকুরদার কাছ থেকে শুনে আসছি। তারপর এলাকাবাসীদের উদ্যোগে সার্বজনীনভাবে এই গঙ্গা পূজা, গঙ্গাস্নান মেলা ও পাঁচ কালি মায়ের পূজা অনুষ্ঠিত হয়। এখানে পাঁচটি পাথর রয়েছে যা মাটি ভেদ করে উঠেছে এ পাঁচটি পাথরকে পাঁচ কালি হিসাবে পূজা করা হয়। এছাড়াও এখানে ৯-১০ খানা মূর্তি রয়েছে যেমন পূর্ণব্রহ্ম সনাতন সখা সখি নিয়ে পূর্ণ গঙ্গায় স্নান সমর্পণ, বাসুদেব কংশালয় থেকে পুত্রকে নিয়ে নন্দালয়ে গমন। বইকন্ঠে লক্ষ্মীর গৃহে শিবের আগমন। রাম লক্ষণ মাধব পার্টনি র নৌকায় আগমন ও বিশ্বামিত্রর মিথিলার ঘাটে গমন এছাড়াও রয়েছে আহরা পাঁচ কালীর প্রকৃত রূপ ধরে ছয়খানা যোগ সিদ্ধ পাথর যা যোগ দৃষ্টিতে বুঝা যায় প্রকৃত তথ্য বিশেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *