দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বন দপ্তরের যৌথ উদ্যোগে জেলা জুড়ে শুরু হল পাখি সুমারি। প্রথম দিনই অন্তত ১০ টি প্রজাতির পাখির দেখা মিলেছে বালুরঘাট সহ তার আশপাশের এলাকায়। নতুন করে ফের পরিযায়ী পাখির আগমনে জীববৈচিত্র্য প্রতিস্ফলন হচ্ছে বলে দাবি। গঙ্গারামপুর সহ জেলার মহকুমা ব্লকগুলিতে এই সুমারি চলবে। আঙিনা বার্ডস এন্ড এনভায়রনমেন্ট প্রটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক জানান, শীতে এই জেলায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে। এবার আরও পাখির দেখা মিলছে। যা খুব ভাল দিক জীববৈচিত্র্যে।
শুরু হল পাখি সুমারি, প্রথম দিনই অন্তত ১০ টি প্রজাতির পাখির দেখা মিলেছে বালুরঘাট সহ তার আশপাশের এলাকায়।

Leave a Reply