নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের চেঁচড়া মোড় এলাকার ঘটনা।
জানা গেছে ,গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের চেঁচড়া মোড় থেকে বাজিতপুর যাবার মাঝে পাটুল মাদ্রাসা এলাকায় রয়েছে একটি কালভার্ট।
গত কয়েক বছর আগে ভয়াবহ বন্যায় ভেঙে পড়ে যাতায়াতের একমাত্র কালভার্টি। যার কারণে সমস্যায় পড়ে বেশ কয়েকটি গ্রামের মানুষজন।একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। যার কারণে গ্রামবাসীরা নিজের চেষ্টায় এলাকায় বাঁশের সেতু তৈরী করে বলে অভিযোগ।
এদিকে দীর্ঘদিন পর জেলা পরিষদের পক্ষ থেকে ওই এলাকার কালভার্টটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয় বলে খবর। সেইমতো মাস দুয়েক আগে করা হয় শিলান্যাসও।তবে দীর্ঘদিন ধরে কাজ শুরু না হওয়ার কারণে ক্ষোভ জমে এলাকার মানুষের মধ্যে।
গ্রামবাসীদের অভিযোগ কালভার্টটি বেহাল থাকার কারণে বিভিন্ন সময় ওই এলাকায় পথ দুর্ঘটনা ঘটে থাকে।শনিবার ছাত্রছাত্রী বোঝাই একটি টোটো আটকে যায় ওই ভাঙ্গা বাঁশের ব্রিজে।যার কারনে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন। এরপরেই চেঁচড়া মোড় এলাকায় ডিটেল-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামের মানুষজন।যার জেরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়।দীর্ঘক্ষন পথ অবরোধ চলার পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসনিক আধিকারিকরা।অবশেষে প্রশাসনিক আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুল ইসলাম জানান খুব দ্রুত কালভার্ট তৈরির কাজ শুরু হবে।
Leave a Reply