পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিকেল কলেজে স্লাইন কাণ্ডের প্রতিবাদ শনিবার বিকেলে গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে প্রতিবাদ মিছিল করল বাম সংগঠনের DYFI ছাত্র যুব সংগঠন,এই দিন চন্দ্রকোনারোড শহরের CPI(M) দলীয় কার্যালয় থেকে এই মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে, পরিশেষে শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা, প্রসঙ্গত মেদিনীপুর মেডিকেল কলেজে স্লাইন কাণ্ডে মৃত্যু হয়েছে এক শিশু সহ এক প্রসূতির,পাশাপাশি চিকিৎসাধীন বেশ কয়েকজন,ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
চন্দ্রকোনারোড শহরের স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে প্রতিবাদ মিছিল করল বাম সংগঠনের DYFI ছাত্র যুব সংগঠন।

Leave a Reply