পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের তরুণ থিয়েটারের উদ্যোগে বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল মেদিনীপুর টাউন গার্লস হাই স্কুলে,১৬,১৭,১৮ ই জানুয়ারী এই কর্মশালায় ৩৪ জন ছাত্রী অংশগ্রহণ করে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড.হিমাদ্রি মণ্ডল, দীপশিখা চক্রবর্তী ও অনুপম চন্দ্র। এই কর্মশালায় সৃষ্ট সুরজিৎ সেন রচিত গাছ কথা নাটকটি শিক্ষার্থী ছাত্রীরা ১৮ই জানুয়ারী উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রী দের সামনে পরিবেশন করে। ১৮ই জানুয়ারী সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ থিয়েটার এর পক্ষে নাট্য পরিচালক ও নাট্যশিল্পী মাননীয় শ্রী সুরজিৎ সেন মহাশয় এবং প্রশিক্ষক বৃন্দ। বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা মাননীয় শ্রীমতী শুভ্রা খাঁড়া সহ উপস্থিত সকলেই তরুণ থিয়েটার এর এই উদ্যোগ কে সাধুবাদ জানান এবং এই অভিনব প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন।মাননীয় শ্রী সুরজিৎ সেন তাঁর বক্তব্যে নাটক বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক এবং কতটা অগ্রণী ভূমিকা নিতে পারে সে বিষয়ে খুব সুন্দরভাবে আলোকপাত করেন। প্রসঙ্গত এই বিদ্যালয়ের ছাত্রী কাঠুরিয়ার ভূমিকায় সামরিন খাতুন ও শিক্ষিকার ভূমিকায় নীলিমা দাস অভিনয়ে সকলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।
অন্যদিকে তরুণ থিয়েটার এর তিনটি নাট্য প্রযোজনা যথাক্রমে লাগ ভেলকি লাগ্, ফেসবুক ম্যারেজ ও আত্মহত্যা মহাপাপ আমাদের জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের নাট্যোৎসব ও মেলায় গত নভেম্বর,২০২৪ থেকে ধারাবাহিক ভাবে প্রদর্শিত হয়ে চলেছে এবং জানুয়ারী ও ফেব্রুয়ারী মাস জুড়ে অনুষ্ঠিত হবে। আগামী ২৮-৩১ মার্চ,২০২৫ তরুণ থিয়েটার এর পরিচালনায় চার দিন ব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হবে শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে। এই উৎসবে বিদ্যালয় স্তরে অভিনয় প্রতিযোগিতা ছাড়াও আমাদের রাজ্যের সেরা আটটি গ্ৰুপ থিয়েটার তাদের নাটক পরিবেশন করবে। প্রয়াত মনোজ মিত্রের স্মরণে তরুণ থিয়েটার এর নতুন নাট্য প্রযোজনা চেনা অচেনার গপ্পো ও এই উৎসবে মঞ্চস্থ হবে। এই উৎসব কে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে তরুণ থিয়েটার আয়োজিত এক সভায় নাট্যোৎসব,২০২৫ সাংগঠনিক কমিটি গঠিত হয়। এই কমিটির সভাপতি ও কার্যকরী সভাপতি নির্বাচিত হন যথাক্রমে মদন মোহন মাইতি ও সত্যব্রত দোলই। যুগ্ম সম্পাদক নির্বাচিত হন বিশ্বজিৎ কুন্ডু ও হেদয়াতুর রহমান খান। কোষাধ্যক্ষের দায়িত্বে থাকবেন অসীম বসু।
পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের তরুণ থিয়েটারের উদ্যোগে বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল।

Leave a Reply