ঋষিপুর উচ্চ বিদ্যালয় টি আই সি শিক্ষক ধনঞ্জয় ঘোষ বলেন, এবছর ৭২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদার হবিপুর ব্লক, ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ। গৌড়ামারি ঋষিপুর হাইস্কুল ফুটবল ময়দানে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুর আগে প্রতাকা উত্তোলন ও মশাল দৌড় এর মাধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা অনুষ্ঠিত হয়।এরপর এলাকার বিশিষ্ট অতিথিদের উত্তরায়ন পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ঋষিপুর উচ্চ বিদ্যালয় টি আই সি শিক্ষক ধনঞ্জয় ঘোষ বলেন, এবছর ৭২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এদিন বুধবার তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৬ টি ইভেন রয়েছে। ছেলে ও মেয়েদের একাধিক প্রতিযোগিতা রয়েছে বলে জানিয়েছেন ।যারা ভালো খেলবেন তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের পুরস্কার তুলে দেওয়া হবে । ঋষিপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত: ঋষিপুর উচ্চ বিদ্যালয় টি আই সি ধনঞ্জয় ঘোষ, স্কুল সভাপতি সনজ ঘোষ,নারায়ণপুর বি এস এফের ১২ ব্যাটেলিয়ানের উচ্চ অধিকারীক,এমারামদার ডোগরা টু আইসি,কোম্পানি কমান্ডার মানসামাতা বিওপি সুধীর কুমার, অমিত চৌধুরী, ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি সিকদার,অন্যান্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *