গ্রামীণ বাংলার ছেলে আব্দুল হাই এবারে সরস্বতী পুজোর এক অভিনব থিম হাজির করেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে সরস্বতী পুজো অন্যতম। অন্যবারের মতো এইবারেও সমগ্র পশ্চিমবাংলা জুড়ে মহাসমারোহে চলছে বাগদেবীর আরাধনা। আর এই পুজোয় হিন্দুদের পাশে সম্প্রীতির বার্তা নিয়ে হাজির হয়েছে আব্দুল হাই। বিদ্যা -বুদ্ধি, জ্ঞান আর শিল্পের দেবী হলেন দেবী সরস্বতী। তাই সরস্বতী পুজোকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে থাকে চরম উন্মাদনা। বিদ্যা সুন্দরীকে তুষ্ট করতে সকলেই তৎপর। গ্রামীণ বাংলার ছেলে আব্দুল হাই এবারে সরস্বতী পুজোর এক অভিনব থিম হাজির করেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে। নিজের মস্তিষ্ক প্রসূত এবারে সরস্বতী পূজার থিম অনবদ্য আর অপূর্ব সুন্দর। পল্লী প্রকৃতির সবুজ ঘেরা গ্রামে মাটির কুঁড়ে ঘরে গ্রাম্য বধূ রূপে হাজির হয়েছেন বিদ্যা সুন্দরী। আব্দুল হাই প্রমাণ করে দিয়েছেন ধর্ম যার যার পুজো সবার আর মানবিকতা সবার উপরে। এই পুজো হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষকে নিয়ে এসেছে এক ছাতার তলায়। এ এক বিরল নজির যা পরবর্তী প্রজন্মকে সম্প্রীতির অটুট বন্ধনে বেঁধে রাখবে। এই পুজোয় আরেকটি অভিনব বিষয় হল কচি কাঁচারা মহানন্দে দেবীর ঘট তুলতে গেছে টোটোয় চেপে। হিন্দু – মুসলিম নির্বিশেষে সকলেই আনন্দে মাতোয়ারা। আব্দুল ভাই এবং গ্রামের মুসলিম ধর্মালম্বী সকল মানুষ প্রমান করেছে ধর্ম নয় মানুষ বড়…. “মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *