নিজস্ব সংবাদদাতা, মালদা—-দিদির আত্মহত্যার খবর জানতে পেয়ে আত্মহত্যা করল বোন! দুই মামাতো বোনের আত্মহত্যার ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল মালদার পুখুরিয়া থানার আড়াইডাঙ্গা অঞ্চলের কৈরীটোলা এলাকায়। জানা গেছে, মৃত দুই বোনের মধ্যে একজনের নাম সুস্মিতা মন্ডল, বয়স ১৮ বছর এবং অপরজনের নাম নেহা মন্ডল, বয়স ১৫ বছর। দুজনেরই বাড়ি আড়াইডাঙ্গা অঞ্চলের কৈরীটোলা গ্রামে। জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ প্রথমে নিজের বাড়িতে আত্মহত্যা করে সুস্মিতা। এই খবর জানতে পেরে তার মামাতো বোন প্রিয়া নিজের বাড়িতে আত্মহত্যা করে বসে। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবারবর্গ, কিছুই জানাতে পারেন নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কারণেই তারা আত্মহত্যা করেছে। তবে সঠিক কারণে দুই তরুণীর মৃত্যু তা খতিয়ে দেখতে পুখুরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
Leave a Reply